ধন মান প্রতিপত্তি সব আছে, তবু কেন মনে
শান্তি নাই, ঘুম নাই চোখে, ভাবো ক্ষণে ক্ষণে ?
শান্তি কী পার্থিব বস্তু ? খুঁজে তারে পাবে ।
মনের গভীরে দেখ, হতাশ না হবে ।।
যাহা আছে তাহা নিয়ে তৃপ্ত হওয়া চাই ।
যাহা ঘটে, তাহা ড্রামা; শান্ত রহ তাই ।।
তার থেকে শিক্ষা নাও, কী থেকে কী হয় ।
অশ্রুপাত করিও না, ছাড়ো ‘হায় হায়’ ।।
সুখ-দুঃখ, মানাপমান সমভাবে নিলে ।
ক্ষতি কিছু নাই তাতে, মনে শান্তি মিলে ।।
বিনা দোষে কেহ যদি দোষী ক’রে থাকে ।
উত্তেজিত হয়ো নাকো, দুষিও না তাকে ।।
ভেবে নিও, এ তো ড্রামা, পার্ট ওটা তার ।
তুমি দেখো, ভুল কিছু হ’ল কী তোমার ।।
প্রীতি-প্রেম, দয়া-মায়া চিত্তে রবে যত ।
সুখ-শান্তি তত রবে, না হবে বঞ্চিত ।।