আকাশে বাতাসে মোলায়েম ভাব
বর্ষা বাদল গেছে থেমে।
আশ্বিন মাস খুশির আমেজ
মা আসবেন মর্ত ধামে।।
লক্ষী গনেশ থাকবেন ডানে,
সারদা কার্তিক সঙ্গে বামে।
আসবেন মা সিংহবাহিনী ,
জগতে তাই স্বর্গ নামে।।
নতুন পোশাক নতুন সাজের
খোকা খুকু বায়না ধরে।
বাবা-মা তার সাধ্য মত
যোগায় তাদের অকাতরে ।।
দেশ বিদেশের বাঙালি সব
ঘরে আসে প্রানের টানে।
এই কটাদিন দিলখোলা সব
নাই কাজ কাম রাতে দিনে।।
জাত পাতের সব ভেদ ভুলে যাই,
দুঃখের লহর রাখি দুরে।
মা তো ফিরে যাবেন ঘরে
ভাসিয়ে মোদের নয়ন নীরে।।
আসুন সবাই এক মত হই,
ছাগ মোষ আর দেবনা বলি।
রাগ-দ্বেষ-ক্রোধ দেব বলি,
মনের মানকে উচ্চে তুলি।।
কে তুমি এসেছো ভবে জনমে মরণে বার বার ?
মানবাত্মা কী দেব শিশু, ভেবেছো কি একবার ?
তুমি কাঁদো, কোন আত্মীয় যবে ছেড়ে যায় এ ভুবন।
তবু তুমি বলো “ স্বর্গে গেছে সে, কাটি এ মায়া বাঁধন।”
স্বর্গ বলো, নরকই বলো সকলি মর্তধামে।
প্রীতি ও প্রেমের বাঁধন যেখানে সেখানে স্বর্গ নামে।
কাম, ক্রোধ, মোহ যেথায় বিরাজে সেথায় কি সুখ থাকে ?
অসুর রাজের শাসন সেখানে দুখের নরকলোকে।
“এ দেহ আমার” বলি বার বার যদি কর আস্ফালন।
পঞ্চবিকার তখনই গ্রাসে কুসুমিত এ কানন।
‘তুমি আত্মা’ মনে রেখো সদা ‘সন্তান পরমাত্মার’।
দৈবী গুণের অধিকারী তুমি, ভুলো না কখনও আর।।
বিশ্বের পিতা ঈশ্বর জানি, এই তো শাস্ত্রবাণী ।
এই ভুবনের তিনি রচয়িতা, সেই কাজে রত তিনি ।
শুনেছি সদাই ‘বাবা সদাশিব’ ‘বাবা ভোলানাথ’ বলে ।
আমিও ডাকি, তুমিও ডাক, সে কি শুধু খেলাছলে ?
সাকার শরীর আছে আমাদের, তিনি তো বিন্দুসম ।
পঞ্চবিকার নাহি গ্রাসে তারে, তিনি পবিত্রতম ।
তাঁকে পাওয়া যায় যোগ সাধনায়, বিকারী শরীরে নয় ।
সাধু-সন্ন্যাসী তাই ঘর ছাড়ে, সদা না পাওয়ার ভয় ।
‘কাম’ থেকে তিনি থাকেন সুদূরে, কামনার ধন মোরা ।
আমরা পতিত, তিনি লীলাতীত, রহস্য তাঁর অধরা ।
ধন মান প্রতিপত্তি সব আছে, তবু কেন মনে
শান্তি নাই, ঘুম নাই চোখে, ভাবো ক্ষণে ক্ষণে ?
শান্তি কী পার্থিব বস্তু ? খুঁজে তারে পাবে ।
মনের গভীরে দেখ, হতাশ না হবে ।।
যাহা আছে তাহা নিয়ে তৃপ্ত হওয়া চাই ।
যাহা ঘটে, তাহা ড্রামা; শান্ত রহ তাই ।।
তার থেকে শিক্ষা নাও, কী থেকে কী হয় ।
অশ্রুপাত করিও না, ছাড়ো ‘হায় হায়’ ।।
সুখ-দুঃখ, মানাপমান সমভাবে নিলে ।
ক্ষতি কিছু নাই তাতে, মনে শান্তি মিলে ।।
বিনা দোষে কেহ যদি দোষী ক’রে থাকে ।
উত্তেজিত হয়ো নাকো, দুষিও না তাকে ।।
ভেবে নিও, এ তো ড্রামা, পার্ট ওটা তার ।
তুমি দেখো, ভুল কিছু হ’ল কী তোমার ।।
প্রীতি-প্রেম, দয়া-মায়া চিত্তে রবে যত ।
সুখ-শান্তি তত রবে, না হবে বঞ্চিত ।।